বান্দরবানের থানচিতে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা থাকায় জেলা পরিষদের অর্থায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মহীন পর্যটক গাইডারদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) থানচি বাজার প্রাঙ্গণে এ সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, সামপ্রতিক সময়ে কুচি চিং ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ব্যাংক ডাকাতিসহ বিভিন্ন কর্মতৎপরতা অব্যাহত থাকায় নিরাপত্তাজনিত কারণে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণের বেশ কয়েক দফায় নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।
যার ফলে পর্যটক গাইডাররা কর্মহীন হয়ে যাওয়ায় আর্থিক অবস্থা আশঙ্কাজনকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পরে। এই উপলক্ষে উপজেলায় নিবন্ধিত পর্যটক গাইড প্রতিজনকে ৫০ কেজি চাল ও নগদ ১৭০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তংচংগ্যা, রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মারমা, থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া পর্যটক গাইড সমিতির সব সদস্যরা উপস্থিত ছিলেন।
টিএইচ